ভারতে এক যুবকের সঙ্গে প্রেম করায় ক্ষিপ্ত হয়ে ১৭ বছরের কন্যার মাথা কেটে হত্যা করেছেন বাবা। গেল বুধবার দুপুরে লখনৌ থেকে ২০০ কিলোমিটার দূরে পান্দেতারা গ্রামে এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
স্থানীয়রা জানান, এক যুবকের সঙ্গে প্রেম করায় ক্ষিপ্ত হয়ে ১৭ বছরের কন্যার মাথা কেটে হাতে নিয়ে থানার দিকে যাচ্ছিলেন সরভেশ কুমার। মাঝপথে দুই পুলিশকর্মী ওই ব্যক্তিকে আটকান। তার পর ফোনে ভিডিও করতে শুরু করেন। নাম-ঠিকানা জিজ্ঞাসা করেন। কার মাথা হাতে ঝুলিয়ে তিনি যাচ্ছেন, সেটিও জিজ্ঞাসা করেন। এ সময় নির্বিকারে যাবতীয় প্রশ্নের উত্তর দেন সরভেশ।
আরও পড়ুন :
-
তিমির বমি বেচে কোটিপতি!
- ধর্ষককে বিয়ের প্রস্তাব, তোপের মুখে ভারতের প্রধান বিচারপতি
-
স্বামীকে স্কুটিতে করে শ্বশুরবাড়ি গেলেন নতুন বউ!
পুলিশের কাছে ওই ব্যক্তি স্বীকার করেন, তিনিই মেয়ের মাথা কেটে হাতে ঝুলিয়ে থানায় যাচ্ছেন। বাকি দেহাংশ ঘরের মধ্যেই পড়ে আছে। পুলিশ এই ভয়ানক বর্ণনা শোনার পর ওই কাটা মাথা রাস্তায় নামিয়ে ওখানেই সরভেশকে আটক করে।
এসএস