ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

হুতিদের রাজধানীতে সৌদি জোটের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২২ মার্চ ২০২১ , ১১:১১ এএম


loading/img
হুতিদের রাজধানীতে সৌদি জোটের বিমান হামলা

স্বাধীনতাকামী হুতি অধ্যুষিত ইয়েমেনের রাজধানী সানায় বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। গত রোববার ভোরের দিকে হুতিদের রাজধানীতে এই হামলা চালানো হয় বলে জানায় স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

গত শুক্রবার সৌদি রাজধানী রিয়াদে একটি তেল শোধনাগারে হুতির ড্রোন হামলার পর পাল্টা হামলা চালাতেই এই অভিযানগুলো শুরু করেছে সৌদি জোট। 

হামলার পর সৌদি জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিক থেকে ধেয়ে আসা বিস্ম্ফোরক বোঝাই একটি ড্রোন আটকের পর সেটি ধ্বংস করা হয়েছে। 

বিজ্ঞাপন

সানার বাসিন্দারা বলেছেন, রোববার সানার দক্ষিণে হুতির সামরিক শিবিরের আবাসিক এলাকা এবং শহরের উত্তরাঞ্চলে তাদের একটি উৎপাদন স্থাপনায় জোটের যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে।

হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশনের এক প্রতিবেদনেও বোমাবর্ষণের কথা স্বীকার করা হয়েছে। সৌদি আরবে সম্প্রতি হামলার পরিমাণ বাড়িয়েছে হুতি বিদ্রোহীরা। ২০১৫ সাল থেকে হুতিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে সৌদি জোট।

সূত্র : আলজাজিরা

বিজ্ঞাপন

আরও পড়ুন...
পরমাণু বিষয়ে ইরানের অবস্থান পরিষ্কার করলেন খামেনি

টিএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |