শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ের গুজব ছিল এতোদিন মিডিয়ার ওপেন সিক্রেট ঘটনা। ২০০৮ সালে বিয়ে করেছিলেন তারা।
সাংবাদিকরা বহুবার তাদের সম্পর্ক নিয়ে সংবাদ প্রকাশ করলেও উপযুক্ত প্রমাণের অভাবে সেসব খবর গুঞ্জন বলেই বারবার উড়িয়ে দেন শাকিব-অপু দু'জনেই।
কিন্তু সোমবার একটি বেসরকারি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এসে হাটে হাড়ি ভেঙে দেন অপু বিশ্বাস। শাকিবের সঙ্গে শুধু নিজের বিয়ের না, একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে হাজির হয়েছিলেন অপু।
সেখানে অপু কাঁদতে কাঁদতে তার ও আব্রাহামের প্রতি শাকিবের অবহেলার কথা বলেন। ওই অনুষ্ঠান শেষ হবার সঙ্গে সঙ্গে শাকিব সন্তানকে স্বীকার করে নিলেও অপুর কোনো দায়িত্ব নেবেন না বলে জানান।
অন্যদিকে অপু জানান, শাকিব সন্তানকে স্বীকার করে নিয়েছে এতেই তিনি খুশী। তার দায়িত্ব শাকিব না নিলেও চলবে।
সোমবার মধ্যে রাতে অন্য একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে টেলিফোন কনফারেন্সে শাকিব-অপু দু'জনেই অংশ নেন। সেখানে সন্তানকে মেনে নিলেন কিন্তু অপুকে কেনো মেনে নেবেন না এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি শাকিব! বলেছেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত বিষয় তিনি সবাইকে বলতে চান না।
তারপর থেকেই প্রশ্ন উঠেছে অপু কি শাকিবকে বিয়ে করে ভুল করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমেও এ নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।
এদিকে সোমবার সন্ধ্যা থেকেই সংবাদ সম্মেলন করে অপুর সব প্রশ্নের জবাব দেবেন শাকিব এমন খবর চাউর হয়। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হয়।
কিন্তু মঙ্গলবার সকালে শাকিব জানান কিসের সংবাদ সম্মেলন। এ ব্যাপারে নাকি তিনি কিছুই জানেন না।
শাকিব-অপু ইস্যু এখন যে পথে ধাবিত হচ্ছে। যদি তারা দু'জন নিজেদের মধ্যে সমস্যাগুলো না মেটান তাহলে শাকিবের ক্যারিয়ার হুমকির মুখে পড়বে বলে মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা।
শাকিব আমার স্বামী : অপু বিশ্বাস (ভিডিও)
আমি মা, সন্তান নিয়ে শান্তিতে বাঁচতে চাই : অপু বিশ্বাস
'আমাদের ছেলের নাম জয়, ওর সবকিছুই শাকিবের মতো'
'শাকিবকে বিয়ে করতেই মুসলমান হয়েছি'
অপু-শাকিবের বিয়ের কাজী ছিলেন ফরিদপুরের
'শাকিবের ভালো চিন্তা করেই চুপ ছিলাম'
দায়িত্ব নেবো সন্তানের, অপুর নয় : শাকিব
মারলেও স্বামী, কাটলেও স্বামী : অপু বিশ্বাস (ভিডিও)
অপুকে জবাব দিতে আজ শাকিবের সংবাদ সম্মেলন
আমি সন্তানকে এভাবে টিভিতে দেখতে চাইনি
শাকিব-অপু ইস্যু নিয়ে যা বললেন বুবলী
'শাকিব নিজেই তার চক্রান্তের জালে আটকা পড়েছে'
সাহেব যখন মেনেছেন সব হবে আনুষ্ঠানিকভাবে : অপু বিশ্বাস (অডিও)
এইচএম