ভারতে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এরই মধ্যে ভয়াবহ এক খবর সামনে এসেছে। দেশটির কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে ৩ হাজার করোনা রোগী নিখোঁজ হয়েছে।
আরও পড়ুন... বাংলাদেশে অনুমোদন পেল সিনোফার্মের টিকা
তাদের মোবাইল ফোনও বন্ধ। পুলিশ এখন হন্যে হয়ে তাদের খোঁজ শুরু করেছে। বৃস্পতিবার এমনই চাঞ্চল্যর খবর দিয়েছেন রাজ্যের মন্ত্রী আর অশোকা। বুধবার কর্ণাটকে একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৩৯ হাজার ৪৭ জন। মৃত্যু হয়েছে ২২৯ জনের।
শুধু বেঙ্গালুরু শহরেই আক্রান্ত হয়েছে ২২ হাজার ৫৯৬ জন। এমন এক পরিস্থিতিতে ওই ৩ হাজার করোনা রোগীর নিখোঁজ হয়ে যাওয়াতে ঘুম ছুটেছে পুলিশের।
এদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জনিয়েছেন, করোনা রোগীর নিখোঁজ হওয়া নতুন কিছু নয়। গত বছরও এমন ঘটনা ঘটেছিল। কিন্তু এই রোগীরা তাদের মোবাইল ফোন বন্ধ করে রাখায় সমস্যা হচ্ছে। বিষয়টি বেশ উদ্বেগজনক বলে জানান তিনি।
অন্যদিকে কর্ণাটকে করোনা সংক্রমণ রুখতে গত সপ্তাহে থেকে ১৪ দিনের লকডাউন চলছে। মানুষের চলাচল রুখতে নেয়া হয়েছে কড়া ব্যবস্থা। তার মধ্যেই ঘটলো এমন ঘটনা।
এ