ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

তিমির বমি বেঁচে রাতারাতি কোটিপতি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ জুন ২০২১ , ১০:১৮ এএম


loading/img
সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় প্রাণী তিমি। সেই তিমির বমিও বিশ্বে অন্যতম দামি বস্তু। আর সেই বস্তু পেয়ে রাতারাতি কোটিপতি হয়ে গেছে একদল জেলে। ইয়েমেনের ওই জেলে দল সম্প্রতি ২৮০ পাউন্ড ওজনের বমির দলা পেয়েছেন। যার দাম প্রায় ১৫ লাখ ডলার বা ১২ কোটি ৭৮ লাখ ২৩ হাজার টাকা। খবর নিউইয়র্ক পোস্টের।

বিজ্ঞাপন

এডেন উপসাগরে মাছ ধরতে গিয়েছিল ইয়েমেনি এক জেলে দল। তখনই মহামূল্য তিমির বমি পান ৩৫ জন জেলের ওই দলটি। কিন্তু প্রথমে তারা বুঝতে পারেননি এটি কি। কিন্তু এর অত্যন্ত প্রবল গন্ধ থেকে তারা বুঝতে পারেন যে এটা তিমির বমি। স্পার্ম হোয়েলে নাড়িভুড়ি থেকে এই বস্তু নির্গত হয়।

বিজ্ঞাপন

সুগন্ধি তৈরিতে এই বমি ব্যবহার করা হয়।  কেননা এর মধ্যে গন্ধহীন অ্যালকোহল থাকে। তাই সুগন্ধিকে দীর্ঘ সময় ধরে রাখতে সেই অ্যালকোহল ব্যবহার করা হয়। কিন্তু সচরাচর তিমির বমি পাওয়া যায় না। তাই এটার দামও অনেক। এজন্য সুগন্ধি প্রস্তুতকারকরা এই অ্যালকোহলের পরিবর্তে সাধারণত সিনথেটিক ব্যবহার করে থাকে।

ওই জেলেরা মরা তিমি পেয়ে প্রথমে সেটির পেট কাটে। এরপরই বেরিয়ে আসে মহামূল্য ‘ভাসমান সোনা’। তখন সেটি সংযুক্ত আরব আমিরাতের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয় তারা। এজন্য তারা ১৫ মিলিয়ন ডলার নিয়েছেন। সেই টাকা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছেন জেলেরা। আর একটা অংশ দরিদ্রদের মাঝে বিলিয়ে দিয়েছেন তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |