ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

তালেবানদের ভয়ে বন্ধ হচ্ছে একের পর এক দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ আগস্ট ২০২১ , ০২:৩১ পিএম


loading/img
সংগৃহীত

তালেবানদের অগ্রাভিযানে পতন ঘটছে আফগানিস্তানের একের পর এক শহর। এরই মধ্যে দেশটির ১৮টি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবানরা। এমতাবস্থায় খুব শিগগিরই কাবুলের পতন হতে পারে এই আশঙ্কায় দেশটিতে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ইউরোপের একাধিক দেশ। দূতাবাস খালি করছে করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও। খবর রয়টার্সের।

বিজ্ঞাপন

এরই মধ্যে নিজেদের দূতাবাস নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে ডেনমার্ক, জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশ। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কফোড বলেছেন, কাবুলে তাদে দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেয়া হচ্ছে। আর নিজেদের দূতাবাসের কার্যক্রম খুবই সীমিত করে ফেলার কথা জানিয়েছে জার্মানি।

এদিকে নরওয়ে কাবুলে তাদের দূতাবাস সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছে। একইসঙ্গে দূতাবাসের সব কর্মী প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ফিনল্যান্ডও জানিয়েছে, তারা কাবুল দূতবাসে থাকা ১৩০ কর্মীকে দ্রুত সরিয়ে নিচ্ছে। এছাড়া আফগানিস্তান থেকে ফরাসি নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

বিজ্ঞাপন

প্রায় দুই দশক পর আফগানিস্তানে আবার ক্ষমতা দখলের পথে এগোচ্ছে তালেবান। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই একের পর এক এলাকা দখল করছে তালেবান। ইতোমধ্যে কাবুল থেকে মাত্র ৩০ মাইল দূরে পৌঁছে গেছে তারা। তাই খুব শিগগরিই কাবুলের পতন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |