ইরানের ভয়ে বন্ধুরাষ্ট্রে দূতাবাস বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ জুন ২০২৫ , ১২:৪৩ পিএম


ইরানের ভয়ে বন্ধুরাষ্ট্রে দূতাবাস বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ষষ্ঠ দিনে প্রবেশ করল ইরান-ইসরায়েল সংঘাত। একে অপরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এখনও চলছে দুদেশের মধ্যে। চলমান এ সংঘাতে ‘পরম বন্ধু’ ইসরায়েলকে সমর্থনের পাশাপাশি পরোক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরপরও ইরানের অব্যাহত জবাবের মুখে একচ্ছত্র আধিপত্য বিস্তারে হিমশিম খাচ্ছে ইসরায়েল-মার্কিন জোট। 

বিজ্ঞাপন

এতদিন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যে দুর্ভেদ্য ঢাল হয়ে দাঁড়িয়ে ছিল ‘আয়রন ডোম’, সেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাও এখন প্রশ্নবিদ্ধ। এ অবস্থায় ইসরায়েলের অধিকৃত জেরুজালেম ও তেল আবিবে অবস্থিত নিজেদের দূতাবাস ও কনস্যুলার বিভাগ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। 

বুধবার (১৮) জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। 

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, আরও সহিংসতার আশঙ্কায় ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড নতুন নিরাপত্তা নির্দেশিকা জারি করার পর এই ঘোষণা এসেছে মার্কিন কর্তৃপক্ষ থেকে। আপাতত আগামী শুক্রবার পর্যন্ত এই ঘোষণা বহাল থাকবে।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেরুজালেম ও তেল আবিবে সকল মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের তাদের বাড়ির আশেপাশে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই মুহূর্তে ইসরায়েল ত্যাগে বেসরকারি নাগরিকদের সাহায্য করার কোনো ব্যবস্থা তাদের নেই। 

বিজ্ঞাপন

জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস বলছে, যারা ইসরায়েল ত্যাগ করার চেষ্টা করছেন, তাদের পরিস্থিতি এখনও হতাশাজনক। বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ রয়েছে, কোনো বাণিজ্যিক বা চার্টার ফ্লাইট চালু নেই। ইসরায়েলের সমুদ্রবন্দরও বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এস

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission