আরটিভির জনপ্রিয় সেলিব্রেটি লাইভ টিপস অ্যান্ড ফান বিষয়ক অনুষ্ঠান লেট নাইট কফি। সরাসরি প্রচারিত এ অনুষ্ঠানে এবার অতিথি হিসেবে থাকছেন কণ্ঠশিল্পী তপু।
লেট নাইট শো অনুষ্ঠানটি মূলত রাত জাগা দর্শকদের জন্য। আগত অতিথি তার জীবনের উত্থান-পতনের নানাদিক নিয়ে খোলামেলা আলোচনা করবেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে।
এতে উঠে আসবে একটি সম্পর্ক গড়তে একজন অন্যজনের জন্য কীভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করেন। টেলিফোন ও ইমেইলের মাধ্যমে দর্শকদের সঙ্গে নির্দিষ্ট টপিক নিয়ে কথা বলা হবে।
সোহেল রানা বিদ্যুত’র প্রযোজনায় অনুষ্ঠানটি দেখানো হবে আরটিভি’তে ১৩ মে, শনিবার রাত ১২ টা ১ মিনিটে।
তার একক অ্যালবামের মধ্যে রয়েছে বন্ধু ভাবো কি (২০০৮), সে কে (২০১০), আর তোমাকে (২০১৩)।
এছাড়াও 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার' নামে একটি সিনেমাতেও অভিনয় করেছিলেন তপু। ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়।
এইচএম