ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মেহেরপুরে বিএনপি নেতা জেলহাজতে

আরটিভি অনলাইন রিপোর্ট, মেহেরপুর

রোববার, ১৪ মে ২০১৭ , ০৬:২২ পিএম


loading/img

নাশকতার মামলায় মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত।  

বিজ্ঞাপন

রোববার দুপুরে তিনি আদালতে উপস্থিত হলে বিচারক গাজী রহমান জামিন না মঞ্জুর করে এ আদেশ দেন। 

২০১৩ সালের একটি নাশকতার মামলায় জাভেদ মাসুদ মিল্টন উচ্চ আদালত থেকে কয়েক সপ্তাহের জামিনে থাকার পর জেলা আদালতে জামিনের জন্য হাজির হয়েছিলেন। 

বিজ্ঞাপন

জেলা বিএনপি সভাপতি মাসুদ অরুণ ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মীসহ আদালতে উপস্থিত হন জাভেদ মাসুদ মিল্টন। জাভেদ মাসুদ মিল্টনের আইনজীবি কামরুল ইসলাম জামিন আবেদন করে। 

আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলা হাজতে প্রেরণের আদেশ দেন। আদালেতে আদেশে তাকে জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ। 

আদালতে জাভেদ মাসুদ মিল্টনের সঙ্গে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, মনিরুজ্জামান গাড্ডু, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো ও ছাত্রদল নেতা চপল বিশ্বাস নেতৃবৃন্দ। 

বিজ্ঞাপন

২০১৩ সালের ৫ ডিসেম্বর গাংনীতে সরকার বিরোধী হরতাল-অবরোধ পালনের সময় ককটেল বিস্ফোরণ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে গাংনী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। ওই মামলার প্রধান আসামি হিসেবে ২০১৫ সালে আদালতে চার্জশিট

বিজ্ঞাপন

প্রদান করে পুলিশ। উচ্চাদালত থেকে জামিনের সময় পেরিয়ে গেলে আজ নিম্ন আদালতে জামিনের জন্য হাজির হন মিল্টন। 

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |