আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭’র পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভাগ্যের সহায়তায় বড় হারের হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। ওভালে ‘এ’ গ্রুপের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে দু’দলই ১ করে পয়েন্ট পেয়েছে। এর সুবাদে টুর্নামেন্টে সেমিফাইনাল খেলার আশা জিইয়ে রয়েছে মাশরাফিদের। একে লাকি মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বললেন, এ পয়েন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। কোনো সন্দেহ নেই, এটি বাংলাদেশের জন্য সৌভাগ্য।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, একইসঙ্গে এটি অস্ট্রেলিয়ার জন্য দুর্ভাগ্য। আর আমরা ১ পয়েন্ট পেয়ে লাকি। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে এর সদ্ব্যবহার করা। সামনে ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলেও আমরা সেমিতে যেতে পারবো কি-না জানি না। যেহেতু ম্যাচটি পুরোপুরি অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিল, সেহেতু পয়েন্টটি আমাদের জন্য সৌভাগ্যেরই বটে।
তিনি বলেন, ম্যাচে অস্ট্রেলিয়ার যে অবস্থান ছিল যদি ২০ ওভার খেলা হতো তাহলে তারাই জিতত। অবশ্যই এটি আমাদের জন্য সৌভাগ্য। ম্যাচ শেষে ১ পয়েন্ট পেয়ে আমরা আনন্দিত।
ম্যাশ জানান, অস্ট্রেলিয়া ১৬ ওভারে ১ উইকেটে ৮৬ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। এতে খেলা বন্ধ হয়ে যায়। আমরা মনেপ্রাণে চাচ্ছিলাম, খেলা যেন আর শুরু না হয়। সবাই এক পয়েন্ট পাওয়ার আশা করছিলাম।
মাঠেও প্রথম ড্রিংকস ব্রেকের আগ মুহূর্তে বারবার আকাশের দিকে তাকান মাশরাফি ও সময়ক্ষেপণ করেন। এতে হতবাক হন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ ও ওপেনার ডেভিড ওয়ার্নার।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের হাতে আছে আর মাত্র একটি ম্যাচ। যেটি হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে কিউইদের হারাতেই হবে টাইগারদের। যদি এ কাজটুকু করতে পারে আর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে ইংল্যান্ড হারাতে পারে তাহলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।
ডিএইচ