ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

কর্ণাটকে হিজাবের পর এবার তিলক পরতেও বাধা

আরটিভি নিউজ

শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২ , ০৮:৩০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ভারতের কর্ণাটকের ইন্ডি শহরে কপালে সিঁদুরের তিলক থাকায় এক শিক্ষার্থীকে কলেজ চত্বরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এর আগে এই রাজ্যে হিজাব নিয়ে বিতর্ক হলে ভারতসহ বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা দেখা দেয়। অবস্থার ভয়াবহতা আঁচ করতে পেরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় রাজ্য সরকার।

বিজ্ঞাপন

অবশেষে হিজাব বিতর্কের অবসান টানতে কর্ণাটক হাইকোর্টে নির্দেশ দেওয়া হয়েছে যে, মামলার শুনানি না হওয়া অবধি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো প্রকার ধর্মীয় পোশাক পরে যাওয়া যাবে না। আদালতের এই নির্দেশিকার পরই কর্ণাটকের একাধিক স্কুল, কলেজে ছাত্রীদের হিজাব পরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এবার কপালে সিঁদুরের তিলক থাকায় এক ব্যক্তিকেও কলেজ চত্বরে প্রবেশে বাধা দেওয়া হলো।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে কর্ণাটকের একাধিক ডিগ্রি কলেজে পরীক্ষা চলছে। ওই পরীক্ষার্থীও ভালো ফলের জন্যই সিঁদুরের তিলক লাগিয়ে এসেছিলেন। কিন্তু কলেজ গেটের মুখেই তাঁকে বাধা দেওয়া হয়। অধ্যাপকেরা ওই শিক্ষার্থীকে বলেন, কলেজে ঢোকার জন্য তাঁকে তিলক মুছতে হবে। ওই শিক্ষার্থী প্রথমে রাজি না হলেও তাঁকে বোঝানো হয় যে, হিজাব ও গেরুয়া শাল বিতর্কের মাঝে এই তিলক পরে আসায় বিতর্ক আরও বাড়তে পারে।  এ নিয়ে শিক্ষকদের সঙ্গে তর্কাতর্কিও হয় ওই শিক্ষার্থীর। পরে অবশ্য তিলক মুছেই ওই শিক্ষার্থী কলেজে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, হিজাব বা গেরুয়া স্কার্ফের সঙ্গে তিলকের মতো ধর্মীয় চিহ্নও শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক তৈরি করতে পারে। তাই তারা তিলক কেটে ক্লাসে ঢুকতে বাধা দিয়েছে।

এদিকে স্কুল-কলেজ খোলার পরও বিভিন্ন স্কুলে হিজাব পরে প্রবেশ করতে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রীরা বিক্ষোভ করেছেন। কিছু কিছু জায়গায় পরীক্ষা বয়কটেরও খবর পাওয়া গেছে। এরই মধ্যে তিলক নিয়ে বিতর্কের খবর এলো।

শিক্ষার্থীদের অভিযোগ, অন্তর্বর্তী নির্দেশে হিজাব ও গেরুয়া স্কার্ফ পরতে নিষেধাজ্ঞা থাকলেও তিলক বা সিঁদুরে নেই। তা স্বত্বেও কলেজ কর্তৃপক্ষ তিলক পরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |