ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আটকে পড়াদের ফেরাতে ইউক্রেন যাচ্ছে ভারতীয় বিমান 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০২ মার্চ ২০২২ , ০১:৫৬ পিএম


loading/img
ফাইল ছবি

ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে ভারতীয় বিমানবাহিনীর সি-১৭ পরিবহন বিমানকে ‘অপারেশন গঙ্গায়’ যুক্ত করা হয়েছে। রোমানিয়ার উদ্দেশে ইতোমধ্যে যাত্রা করেছে বিমানটি। 

বিজ্ঞাপন

মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) কর্মকর্তারা জানিয়েছিলেন, ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে সি-১৭ বুধবার ভোর ৪টায় রোমানিয়ার উদ্দেশে রওনা হবে। প্রায় ৩০০ জন যাত্রী বহন করার ক্ষমতা সম্পন্ন বিমান সি-১৭ দিল্লির কাছে হিন্দানে তার হোম বেস থেকে যাত্রা শুরু করেছে।

এর আগে আইএএফকে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন গঙ্গায় যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।

বিজ্ঞাপন

বিদেশ সচিব শ্রিংলা বলেছেন, ভারতীয়দের ফিরিয়ে আনতে বুধবার ভোর চারটেয় সি-১৭ আইএএফ বিমান রোমানিয়ার উদ্দেশে যাবে। 

তিনি আরও বলেন, পরবর্তী তিন দিনের মধ্যে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ২৬টি ফ্লাইট নির্ধারিত হয়েছে।

বুখারেস্ট এবং বুদাপেস্ট ছাড়াও পোল্যান্ড এবং স্লোভানিয়ার বিমানবন্দরগুলো ভারতীয়দের ফিরিয়ে আনতে ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহার করা হবে বলে তিনি জানিয়েছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এর আগে শুধু বেসরকারি ভারতীয় ফ্লাইট রোমানিয়া এবং হাঙ্গেরি থেকে ভারতীয়দের ফিরিয়ে নিয়ে এসেছে।

সূত্র : জি নিউজ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |