ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

টাইগারদের আজ কী কী রেকর্ড হতে পারে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭ , ০২:১৮ পিএম


loading/img

ইংল্যান্ডের এজবাস্টনে বিকেলে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ। আর এ ম্যাচ জিতলেই রচিত হবে টাইগারদের নতুন ইতহাস। প্রথমবারের মতো খেলবে বড় কোনো আসরের ফাইনালে।  সেজন্যে প্রতিবেশী দুই দলের লড়াই উত্তেজনা ছড়িয়ে গেছে গোটা ক্রিকেট বিশ্বে।

বিজ্ঞাপন

আজকের সেমিফাইনালে ভালো খেললেই দুই দলের একাধিক ক্রিকেটার স্পর্শ করবেন ব্যক্তিগত মাইলফলকের রেকর্ড।

সাকিব আল হাসান:

বিজ্ঞাপন

আজকের ম্যাচে ব্যাটিং-বোলিং ভালো করলেই নতুন রেকর্ড গড়বেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডেতে ৫০০০ রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে তিনি। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এ রেকর্ড গড়তে হলে করতে হবে ৩২ রান। ওয়ানডেতে তার বর্তমান রান ৪৯৬৮। আর বোলিংয়ে ভালো করলে ছাড়িয়ে যাবেন ২০০ উইকেট।

মুস্তাফিজুর রহমান:

মুস্তাফিজুর রহমান বাংলাদেশি তরুণ তুর্কী। অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন বিশ্ব ক্রিকেটে। আজ ভারতের বিপক্ষে ৬ উইকেট পেলে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করবেন তিনি। ১২ ওয়ানডেতে মুস্তাফিজের উইকেট এখন ৪৪টি।

বিজ্ঞাপন

আজ ভারতের বিপক্ষে এ উইকেটগুলো পেলেই টাইগার বোলার হিসেবে দ্রুততম ৫০ উইকেটের  রেকর্ড হবে। দেশের হয়ে এর আগে প্রথম ৩২ ম্যাচে ৫০ উইকেট নেয়ার মাইলফলক ছুঁয়েছিলেন স্পিনার আব্দুর রাজ্জাক। আর সেটি করতে মুস্তাফিজকে তুলে নিতে হবে ভারতের ৬ ব্যাটসম্যানকে। তাহলেই রেকর্ডের মালিক হবেন ফিজ।

মুশফিকুর রহিম:

এদিকে অনন্য মাইলফলক ছুঁতে যাচ্ছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আজকের ম্যাচে হবে তার ১৭৬তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। এর আগে বাংলাদেশের হয়ে সাকিব ও মাশরাফি খেলেছেন সমপরিমাণ ওয়ানডে। আর ১৭৫ ওয়ানডে খেলে পরের স্থানটিতে আছেন মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিম। আজকের ম্যাচ দিয়ে মুশি ছাড়িয়ে যাবেন আশরাফুলকে।

মাহমুদউল্লাহ রিয়াদ:

বাংলাদেশ অধিনায়ক মাশরাফির পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৫০ ক্যাচের মাইলফলক ছুঁতে যাচ্ছেন মাহমুদউল্লাহ। আর সেই জন্যে রিয়াদকে নিতে হবে ২টি ক্যাচ। ৫৪ ক্যাচ নিয়ে সবার উপরে মাশরাফি বিন মুর্তজা।

সৌম্য সরকার:

আর ওয়ানডেতে ১ হাজার রান পেতে ৪১ রান করতে হবে সৌম্য সরকারকে। ২৯ ইনিংসে তার বর্তমান রান ৯৫৯।

এইচটি/ওয়াই/সি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |