ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ইউক্রেনের রেলস্টেশনে হামলার অভিযোগ অস্বীকার রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২ , ১০:১১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ইউক্রেনের ক্রামাটোর্স্ক রেলস্টেশনে রকেট হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ইউক্রেন এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করলেও মস্কো তা অস্বীকার করেছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (৮ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে। 

ইউক্রেনের অভিযোগকে ‘উসকানি’ এবং ‘চরম অসত্য’ উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শুধু ক্রামাটোর্স্কে হামলাই নয়, ইউক্রেন বারবার অভিযোগ করে আসছে, বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে রুশ সেনারা। যদিও রাশিয়া বরাবরই বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০০৮ সাল থেকে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তবে সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। সূত্র: বিবিসি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |