যুক্তরাষ্ট্রের তিনটি শহরে বন্দুকধারীর হামলায় অন্তত ৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে।
শনিবার (৪ জুন) রাত থেকে রোববার সকাল পর্যন্ত পৃথক এ ঘটনাগুলো ঘটে।
আল-জাজিরার তথ্য মতে, বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে তিন জন নিহত ও ১১ জন আহত হয়েছন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছে।
টেনেসিতে একটি নাইটক্লাবের কাছে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই জন গুলিবিদ্ধ হয়ে এবং একজন গাড়ির ধাক্কায় মারা গেছেন। এ দুটি ঘটনায় শনিবার দিবাগত মধ্যরাতে ঘটে।
এ ছাড়া রোবাবর ভোরে মিশিগানে একটি নাইটক্লাবের কাছে ম্যাককুলি অ্যাভিনিউতে গুলি চালালে তিন জন নিহত ও দুই জন আহত হন।
এর আগে গত মাসেই যুক্তরাষ্ট্রে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়। সূত্র: আল জাজিরা