ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শুধু বায়ু দূষণে দিল্লিবাসীর আয়ু কমেছে ১০ বছর

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জুন ২০২২ , ১১:৫৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

শুধুমাত্র পরিবেশ দূষণের কারণে দিল্লিবাসীর আয়ু কমেছে ১০ বছর। এমন চিত্র উঠেছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের প্রকাশিত একটি প্রতিবেদনে।

বিজ্ঞাপন

সোমবার প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লিতে বায়ু দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মান মেনে চললে সেখানকার নাগরিকরা ১০ বছর বেশি বাঁচবে।

‘ইন্ট্রুডুসিং দ্য এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স’ (একিউএলআই) শিরোনামের ওই প্রতিবেদনে দেয়া তথ্যানুসারে, গত দু’দশকে ভারতের বায়ুতে সূক্ষ্ম কণার ঘনত্ব সামগ্রিকভাবে ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সালের এক হিসেবে দেখা গেছে, ডব্লিউএইচও-এর মান মেনে চললে দেশটিতে মানুষের জন্মের সময় থেকে গড় আয়ু ৬৯ বছর থেকে ৭৩ বছর হতে পারত। এ কারণে ভারতে বায়ু দূষণের সমস্যা সমাধান করার বিষয়টি অনিরাপদ পানি ও দুর্বল স্যানিটেশনের সমস্যা সমাধানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর আগে ১৯৯৮ সালে এ কারণে দেশটির সাধারণ মানুষের গড় আয়ু ২.২ বছর কমে গিয়েছিল। 

বিজ্ঞাপন

ওই সূচকে সবচেয়ে দূষিত অঞ্চল হিসেবে দেখা গেছে পৃথিবীর ইন্দো-গাঙ্গেয় সমভূমি। বলা হয়েছে, দূষণের বর্তমান মাত্রা অব্যাহত থাকলে পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত অর্ধশত কোটিরও বেশি মানুষের প্রত্যাশিত আয়ু কমবে গড়ে ৭.৬ বছর। এর ফলে ধূমপানের চেয়েও বেশি প্রাণঘাতী হয়ে উঠেছে বায়ু দূষণ। 

প্রতিবেদনটির লেখকেরা বলছেন যে বিশ্বের সবচেয়ে বড় ঝুঁকি বায়ু দূষণ। এ বায়ু দূষণের কারণে ভারত ছাড়াও চীন ও বাংলাদেশের সাধারণ মানুষের গড় আয়ু কমে যাচ্ছে।

সূত্র : দ্যা হিন্দু, এনডিটিভি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |