ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

মার্কিন সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ জুন ২০২২ , ১১:০২ এএম


loading/img
ফাইল ছবি

মার্কিন সিনেটে একটি বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস হয়েছে। এটি প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র আইন। 

বিজ্ঞাপন

কংগ্রেসের উচ্চ কক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেন ১৫ জন রিপাবলিকান। বিলটির পক্ষে ভোট পড়েছে ৬৫টি এবং বিপক্ষে ৩৩ ভোট পড়ে।

গত মাসে নিউইয়র্কের বাফেলোতে একটি সুপারমার্কেটে এবং টেক্সাসের উভালদে একটি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিচারে গুলি চালানোয় ৩১ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে সিনেটে বিলটি পাস হলো। 

বিজ্ঞাপন

বিলটি এখন হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাস হওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন স্বাক্ষর করলে আইনে পরিণত হবে। আগামী কয়েক দিনের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। 

যদিও বিলে আনা প্রস্তাবগুলো বহু ডেমোক্র্যাট ও অধিকার কর্মীদের দাবিগুলোর তুলনায় অনেক কম।

সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ২১ বছরের কম বয়সীদের জন্য বন্দুক কেনা দুরূহ করা। এ ছাড়া মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম এবং স্কুলের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য ১৫ বিলিয়ন ডলারের তহবিল করা।

বিজ্ঞাপন

একই সঙ্গে হুমকি হিসেবে বিবেচিত লোকদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র অপসারণের জন্য 'রেড ফ্ল্যাগ' আইন বাস্তবায়নে রাজ্যগুলোকে উৎসাহিত করতে তহবিলের আহ্বান জানানো হয়েছে। 

বিজ্ঞাপন

বিলটি এত তাৎপর্যপূর্ণ, কারণ এটি কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো প্রস্তাবিত সংস্কারগুলোর মধ্যে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয়ের কাছ থেকে এই পর্যায়ের সমর্থন পেয়েছে।

সূত্র : বিবিসি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |