ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ইরানে ব্যবহৃত বাঙ্কার বোমা পরীক্ষার ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৫:৩১ এএম


loading/img
পেন্টাগন প্রকাশিত ‘বাঙ্কার-বাস্টার’ বোমা পরীক্ষার দৃশ্য। ছবি: সংগৃহীত

ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে ব্যবহৃত হয়েছিল ৩০,০০০ পাউন্ড ওজনের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা। সেগুলো কিভাবে কাজ করে, তা দেখানো হয়েছে। শক্তিশালী কংক্রিটের গভীর বাংকার লক্ষ্য করে হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) এমন একটি নতুন ভিডিও প্রকাশ করেছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ‘Massive Ordnance Penetrator’ (MOP) নামের GBU-57 সিরিজের বোমাটি মাটির গভীরে প্রবেশ করে বিশাল ধূলিঝড় ও তীব্র আগুনের বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তা মুহূর্তের মধ্যে চারপাশ আলোকিত করে তোলে।

বিজ্ঞাপন

ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় এই অভিযান পরিচালনাকারী পাইলটদের ভাষায়, এটি ছিল আমাদের দেখা সবচেয়ে উজ্জ্বল বিস্ফোরণ। মনে হচ্ছিল যেন হঠাৎ করে দিন হয়ে গেছে। 

জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ড্যান কেইন সাংবাদিকদের জানান, এই ধরনের বোমা সাধারণ পৃষ্ঠতলের ওপর বিস্ফোরণের মতো নয়। এগুলো মাটির অনেক গভীরে প্রবেশ করে বিস্ফোরিত হয়, তাই উপরিভাগে বড় কোনো গর্ত দেখা যায় না।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বাঙ্কার-বাস্টার বোমাগুলো মূলত গভীর ভূগর্ভস্থ ঘাঁটি, কমান্ড সেন্টার এবং পারমাণবিক সুবিধা ধ্বংসের জন্য ডিজাইন করা হয়েছে। এই সামরিক কার্যক্রম ইঙ্গিত দেয়, যুক্তরাষ্ট্র এখন আগের চেয়ে অনেক বেশি গভীর সুরক্ষিত স্থাপনা লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম। 

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |