ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ফের আলোচনায় ইলন মাস্ক, সহকর্মীর গর্ভে যমজ সন্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ জুলাই ২০২২ , ০৫:১৭ এএম


loading/img
শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি- সংগৃহীত

ফের আলোচনায় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। গত নভেম্বরে যমজ সন্তানের বাবা হয়েছেন ইলন। আর সেই সন্তানের মা তার আরেক প্রতিষ্ঠান ‘নিউরালিংকের’ শীর্ষ নির্বাহী শিভন জিলিস।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের ব্যবসাবিষয়ক গণমাধ্যম বিজনেস ইনসাইডারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে আদালতের নথি উদ্ধৃত করে বলা হয়, গত এপ্রিলে মাস্ক ও জিলিস ওই যমজের নাম পরিবর্তন করার জন্য আদালতে আবেদন করেন। আর সেই আবেদনে বাবা ও মায়ের নামের শেষাংশ শিশুদের নামের সঙ্গে যুক্ত করার কথা বলা হয়। মাস খানেক পর টেক্সাসের এক বিচারক ওই আবেদন অনুমোদন করেন।

বিজ্ঞাপন

৩৬ বছর বয়সী জিলিস তার লিংকডইন প্রোফাইলে নিজেকে নিউরালিংকের পরিচালন এবং বিশেষ প্রকল্পের পরিচালক হিসেবে পরিচয় দিয়েছেন।  নিউরালিংকে তিনি ২০১৭ সালের মে মাস যোগ দেন। একই সময়ে তিনি টেসলার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকল্প পরিচালক হিসেবেও কাজ শুরু করেন। তিনি সেখানে ২০১৯ সাল পর্যন্ত কাজ করেন। তিনি ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদেরও সদস্য।

এই যমজ সন্তানসহ ইলন মাস্কের মোট সন্তানসংখ্যা ৯।  তবে যমজ সন্তানের বিষয়ে এখনও মুখ খোলেননি ইলন মাস্ক।

সূত্র : রয়টার্স

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |