ভারতের মধ্যপ্রদেশের চম্বল নদীতে ৮ বছরের এক বালক গোসল করতে নামে। সেখানে ওঁৎ পেতে থাকা বড় একটি কুমির ছেলেটিকে টেনে নিয়ে গিলে ফেলে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা দড়ি-জাল দিয়ে কুমিরটিকে ধরে ফেলে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার সকালে চম্বল নদীতে গোসল করতে নামে ছেলেটি। সে সময়ই বালকটিকে টেনে নিয়ে গিয়ে গিলে ফেলে কুমির। এই ঘটনা দেখার পর ছেলেটির পরিবারকে খবর দেন স্থানীয়রা। লাঠি, দড়ি, জাল দিয়ে কুমিরটি ধরেন তারা। তারপর টেনে-হিঁচড়ে কুমিরটিকে ডাঙায় নিয়ে আসেন।
ছেলেটিকে কুমিরের পেট থেকে বের করার দাবি জানান উপস্থিত সবাই। এদিকে বিপত্তি বাধে, যখন ঘটনাস্থলে পৌঁছে যান বন দপ্তরের কর্মকর্তারা ও পুলিশ। গ্রামবাসীদের কাছ থেকে কুমিরটিকে উদ্ধারের চেষ্টা করেন পুলিশ ও বন দপ্তরের কর্মকর্তারা।
ছেলেটির পরিবার জানায়, কুমিরের পেট থেকে ছেলেকে বের করা গেলে, সে বেঁচে যেত। যতক্ষণ না কুমিরের পেট থেকে ছেলেটিকে বের করা হচ্ছে, ততক্ষণ তারা কুমিরটিকে ছাড়বেন না বলে দাবি জানান।
সূত্র : আনন্দবাজার