ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, ডাক্তারসহ ১১ জনের বিরুদ্ধে মামলা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, রংপুর

বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭ , ০২:২৪ পিএম


loading/img

রংপুরে ভুল চিকিৎসায় মৃধা নামে ৪ বছরের এক কন্যাশিশুর  মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালের দু’ডাক্তারসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। 

বিজ্ঞাপন

মৃধার বাবা মিঠাপুকুর উপজেলার সন্তোষপুর গ্রামের মাহমুদ হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে রংপুর কোতয়ালী থানায় এ মামলা করেন। 

বুধবার দুপুরে নার্স, ওয়ার্ডবয় ও কর্মচারিসহ ৬ জনকে আটক করে পুলিশ। তবে দু’ডাক্তারসহ বাকি আসামিরা এখনো পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

কোতয়ালী থানার ওসি এবি এম জাহিদুল ইসলাম জানান, আটকদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের ধরতে অভিযান চলছে। এছাড়া শিশুটির কিডনি চুরির যে অভিযোগ উঠেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। 

এর আগে নগরীর ইসলামবাগ আরকে রোডের অনুমোদনহীন ভিআইপি জেনারেল হাসপাতালে দালালের মাধ্যমে ভর্তি করা হয় শিশু মৃধাকে। বিভিন্ন ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার রাতে মৃধার হার্নিয়ার অস্ত্রোপচার শুরু হয়। কয়েক ঘণ্টা অতিবাহিত হলেও অস্ত্রোপচার শেষ না হওয়ায় স্বজনদের সন্দেহ হয়।

এসময় হিরম্ব কুমার ও বিপ্লব নামে দু’ডাক্তার অক্সিজেন দিতে মৃধাকে অন্য কোনো হাসপাতালে নিয়ে যেতে বলে সটকে পড়েন। পরে ওই হাসপাতালে হারনিয়ার অস্ত্রোপচারের নামে শিশুটির কিডনি চুরি করা হয়েছে বলে অভিযোগ করেন তার স্বজনরা।

বিজ্ঞাপন

 

 

কে/এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |