ঢাকা

আগস্টে হতে পারে বড় ধরনের বন্যা : পানিসম্পদমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২৬ জুলাই ২০১৭ , ০৩:৩৯ পিএম


loading/img

আগস্ট মাসে দেশে বড় ধরনের বন্যা হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, বন্যার বিষয়টি মাথায় রেখে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনকে সতর্ক থেকে ব্যবস্থা গ্রহণ এবং বন্যার আগে বাঁধগুলো মেরামত করার নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের দ্বিতীয়দিনের তৃতীয় অধিবেশনে বক্তব্যে শেষে তিনি এ কথা বলেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বেশিরভাগ নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচে আছে। বড় বন্যা হয় যখন যমুনার পানি, পদ্মার পানি এবং মেঘনার পানি এক সাথে বাড়ে। সাথে যদি সাগরে তখন অমাবস্যা থাকে, তখন বন্যার প্রকোপ হয়। এবার ইতোমধ্যে দ্বিগুণ বৃষ্টি হয়েছে। সেজন্য আমরা একটা ওয়ার্নিং দিয়ে রাখছি যে (বড় বন্যার) একটা সম্ভাবনা আছে। আর এই বন্যাটা হয় অগাস্টের তৃতীয় সপ্তাহে। সেটার জন্য একটা প্রস্তুতি নিতে পানি উন্নয়ন বোর্ডকে বিশেষভাবে বলা হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রকৃত বন্যা বলতে যা বোঝায় সেটি এখনো আমাদের দেশে হয়নি। ভারতে বন্যার মতো আমাদের দেশে তেমন দুঃখজনক ঘটনা ঘটেনি। আমারা বন্যায় যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত আছি। নদী ভাঙন রোধ ডিসি সম্মেলনে আলোচনা করা হয়েছে। এবং ডিসিদের বলা হয়েছে তাদের কর্মপরিকল্পনা প্রস্তুতের। এছাড়া পানি নেমে গেলে বাঁধ সংরক্ষণ করতে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, এখন এখন দেশের বিভিন্ন এলাকায় যে পানি বেড়েছে তা মূলত বৃষ্টি ও জলাবদ্ধতার পানি। কিন্তু এবার যেটা হয়েছে তা মূলত বৃষ্টি ও অতিবৃষ্টির ফল। এরিমধ্যে অন্য বছরের তুলনায় দুইগুণ বৃষ্টি হয়েছে। সে কারণে অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। 

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কার্যঅধিবেশনে অংশ নেন।

বিজ্ঞাপন

আর/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |