যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (২১ ডিসেম্বর) তার ওয়াশিংটন পৌঁছানোর কথা রয়েছে। এই সফরে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এটি তার প্রথম বিদেশ সফর।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জেলেনস্কি তার এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কংগ্রেসে ভাষণও দিতে পারেন।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সফর প্রসঙ্গে দুই দেশের পক্ষ থেকে এখন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে মঙ্গলবার এক চিঠিতে ডেমোক্রেটিক হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি কংগ্রেসের সদস্যদের বুধবার রাতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তবে বিস্তারিত কিছু না জানিয়ে তিনি ওই চিঠিতে শুধু লেখেন, গণতন্ত্রের ওপর বিশেষ গুরুত্ব প্রদানের লক্ষ্যে অনুগ্রহ করে উপস্থিত থাকবেন।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিকের পাশাপাশি মানবিক সহায়তা দিয়ে আসছে কিয়েভকে। মস্কোর বিরুদ্ধে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।