• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে ‘চুক্তিতে’ আগ্রহী জেলেনস্কি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ ডিসেম্বর ২০২৪, ২২:৪২
যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে ‘চুক্তিতে’ আগ্রহী জেলেনস্কি: ট্রাম্প
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ‘চুক্তি’ করতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার (৮ ডিসেম্বর) ফ্রান্সের প্যারিসে দুজনের বৈঠক শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।

এদিকে, ফ্রান্স টোয়েন্টিফোর নামের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এ বৈঠকের কয়েক ঘণ্টা পরই প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন বর্তমান মার্কিন প্রশাসন ইউক্রেনের জন্য প্রায় ১০০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

যুদ্ধ বন্ধে ট্রুথ স্যোশালে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘একটি চুক্তিতে পৌঁছানোর এবং এই পাগলামি বন্ধের পথ বেছে নেবে জেলেনস্কি ও ইউক্রেন।’

তিনি আরও বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি এবং আলোচনা শুরু হওয়া উচিত। অপ্রয়োজনে অনেক বেশি প্রাণ ঝরে গেছে, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। যদি এভাবে চলতে থাকে, এটি আরও বড় ও খারাপ কিছুতে রূপ নেবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ করছে রাশিয়া। দুই বছরের বেশি সময়ের এই যুদ্ধে উভয় পক্ষের বহু সেনা ও হতাহত হয়েছে। নিহত ও উদ্বাস্তু হয়েছে ইউক্রনের লাখ লাখ সাধারণ মানুষ। এই যুদ্ধে শুরু থেকেই ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।

আরটিভি/কেএইচ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুরে রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার
ডোনাল্ড ট্রাম্পকে সাজা দিলো আদালত
পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে, জানালেন ট্রাম্প
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তি দিয়ালোর