ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ভারতে ট্রাক খাদে পড়ে ১৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ , ০৫:১৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারতে সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ ডিসেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য সিকিমে এ ঘটনা ঘটে।

এনডিটিভির তথ্যমতে, সেনা বহনকারী তিনটি ট্রাকের একটি বহর সিকিমের খাড়া ঢাল বেয়ে নামার সময় পিছলে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। আহত চার সেনাকে উদ্ধার করা হয়েছে। ট্রাকটি চাটেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল।

বিজ্ঞাপন

এ দিকে ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এক টুইটে তিনি জানান, সেনা সদস্যদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাদের পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |