• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

মার্কিন আদালতে বলিভিয়ার সাবেক মন্ত্রীর কারাদণ্ড

ডয়চে ভেলে

  ০৫ জানুয়ারি ২০২৩, ১৫:২২
মার্কিন, আদালতে, বলিভিয়ার, সাবেক, মন্ত্রীর, কারাদণ্ড,
ফাইল ছবি

বলিভিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আর্তুরো মুরিলোকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত৷

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানিকে ঘুষের বিনিময়ে বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে লাভজনক চুক্তিতে সহায়তার অভিযোগে তাকে এ শাস্তি দেওয়া হয়৷

বুধবার (৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট তার বিরুদ্ধে এ রায় দেয়৷ আর্তুরো মুরিলো ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট জিয়ানে আনেজের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন৷

২০১৯ সালে আন্দোলনের মুখে ইভো মোরালেস পদত্যাগ করার পর জিয়ানিনে আনেজ সরকার গঠন করেন৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর কট্টর ডানপন্থী আর্তুরো মুরিলো নানা ধরনের বিতর্কিত বক্তব্যের জন্য আলোচনায় আসেন৷

গর্ভপাত নিষিদ্ধ করার বিলে সমর্থন জানাতে গিয়ে তিনি যে নারীরা গর্ভপাত ঘটাতে চান তাদের শুধু গর্ভের সন্তানকে হত্যা না করে পাঁচতলা ভবন থেকে ঝাঁপিয়ে নিজেকেও হত্যা করার ‘পরামর্শ’ দেন৷ রাজনৈতিক প্রতিপক্ষকে তিনি বলতেন, ‘নারকো-টেরোরিস্ট’৷ কিন্তু মাত্র দুই বছরের মধ্যেই আবার ক্ষমতার পালাবদল হয়৷ যে ইভো মোরালেসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতাসহ নানা ধরনের অভিযোগ তোলা হয়েছিল, তিনিই আবার ফেরেন ক্ষমতায়৷

মুরিলো তখন দেশ ছাড়েন৷ অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আনেজ এবং তার অধীনের কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়৷ সম্প্রতি বলিভিয়ার আদালতে তাদের ১০ বছরের কারাদণ্ড হয়েছে৷

আর্তুরো মুরিলোকে ২০২১ সালের মে মাসে তার সাবেক সহকারী সার্জিয়ো মেনডেজ মেনডিজাবাল ও যুক্তরাষ্ট্রের তিন ব্যবসায়ীসহ ফ্লোরিডায় গ্রেপ্তার করা হয়৷ এক মাস পর মেনডিজাবাল এবং তিন ব্যবসায়ীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানিকে বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ঘুষের বিনিময়ে চুক্তি সম্পাদনে সহায়তা করার অভিযোগ প্রমাণিত হয়৷

তদন্তকারীরা বলছেন, ওই চুক্তির ফলে ফ্লোরিডাভিত্তিক ব্রাভো ট্যাকটিক্যাল সলিউশন কোম্পানি বলিভিয়া সরকারকে ৫৬ লাখ ডলারের কাঁদানে গ্যাস ও প্রাণঘাতী নয়— এমন কিছু অস্ত্র সরবরাহের কাজ পেয়েছিল৷ ব্রাজিল থেকে ৩৩ লাখ ডলারে সবকিছু কিনতে পারায় ব্রাভো ট্যাকটিক্যাল সলিউশন কোম্পানির যে বিপুল লাভ হয়, সেই লাভ থেকে মুরিলোকে মিয়ামির এক বাসায় এক লাখ ৩০ হাজার ডলার দেওয়া হয়৷

তবে তদন্তকারীরা জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটির কাছ থেকে সব মিলিয়ে মোট পাঁচ লাখ ডলার নিয়েছেন আর্তুরো মুরিলো৷

যুক্তরাষ্ট্রে মুরিলোর সাজা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বলিভিয়ার বর্তমান সরকার৷ সে দেশের অ্যাটর্নি জেনারেল উইলফ্রেডো চাভেজ সাংবাদিকদের বলেছেন, ‘ন্যায়বিচার কথা বলেছে৷’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিম্নকক্ষে বিল পাসে শেষ মুহূর্তে ‘শাটডাউন’ এড়ালো যুক্তরাষ্ট্র
বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, খোঁজখবর নেবে যুক্তরাষ্ট্র
এক দশক ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ, স্বামীর কারাদণ্ড
পাকিস্তানি প্রধানমন্ত্রীকে একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসার আহ্বান প্রধান উপদেষ্টার