অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
বুধবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবির লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে স্থানীয় সময় বুধবার সকালে অভিযান চালিয়ে ১১ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল সেনারা। জবাবে গাজা উপত্যকা থেকে একাধিক রকেট ছোড়া হয়। রকেট ছুড়ার দায় কেউ স্বীকার করেনি।
এরপর ওইদিন রাতেই গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবির লক্ষ্য বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সম্প্রতি পশ্চিম তীরে সশস্ত্র প্রতিরোধ ভাঙার নাম করে প্রায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে জেনিন ও নাবলুসে অভিযানে বহু ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ১৩ শিশুসহ ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছর ইসরায়েলের অভিযানে ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছিল।
উল্লেখ্য, ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের পর ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করে ইসরায়েল।
সূত্র : আলজাজিরা