ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িবহরে বোমা হামলা

আরটিভি নিউজ

শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ০৮:৫৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ভারতের বিজেপি নেতা ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িবহরে বোমা হামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের কোচবিহারে যাওয়ার সময় তার গাড়িবহরে হামলা হয়।

কোচবিহার পুলিশ সূত্রে জানা গেছে, দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িবহর পৌঁছলে তৃণমূল কর্মীরা তাকে কালো পতাকা দেখান। সে সময় উপস্থিত থাকা বিজেপির কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে স্বরাষ্ট্রপ্র তিন্ত্রীর গাড়িবহরে হামলা চালানো হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বিজ্ঞাপন

তৃণমূল কংগ্রেস সমর্থকরা এই হামলার নেতৃত্ব দিয়েছে অভিযোগ করে নিশীথ প্রামাণিক বলেছেন, পুলিশকে জানিয়ে আমি এখানে এসেছি। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ উল্টো হামলাকারীদের আড়াল করেছে।

তিনি বলেন, আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিকভাবে লড়াই করে না পেরে এখন তারা এসব করছে। বাংলার রাজনৈতিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে সাধারণ মানুুষ তা মেনে নেবে না। এভাবে চলতে থাকলে পরিস্থিতি ভয়াবহ হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |