• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িবহরে বোমা হামলা

আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৮
ছবি : সংগৃহীত

ভারতের বিজেপি নেতা ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িবহরে বোমা হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের কোচবিহারে যাওয়ার সময় তার গাড়িবহরে হামলা হয়।

কোচবিহার পুলিশ সূত্রে জানা গেছে, দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িবহর পৌঁছলে তৃণমূল কর্মীরা তাকে কালো পতাকা দেখান। সে সময় উপস্থিত থাকা বিজেপির কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে স্বরাষ্ট্রপ্র তিন্ত্রীর গাড়িবহরে হামলা চালানো হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তৃণমূল কংগ্রেস সমর্থকরা এই হামলার নেতৃত্ব দিয়েছে অভিযোগ করে নিশীথ প্রামাণিক বলেছেন, পুলিশকে জানিয়ে আমি এখানে এসেছি। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ উল্টো হামলাকারীদের আড়াল করেছে।

তিনি বলেন, আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিকভাবে লড়াই করে না পেরে এখন তারা এসব করছে। বাংলার রাজনৈতিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে সাধারণ মানুুষ তা মেনে নেবে না। এভাবে চলতে থাকলে পরিস্থিতি ভয়াবহ হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার সাংবাদিক ময়ূখের আহত ছবিগুলো নিয়ে যা জানা গেল
প্রথম ম্যাচে টাইগাররা পেল ভারতকে, ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান
প্রতারণার মামলা নিয়ে যা বললেন ভারতীয় ক্রিকেটার উথাপ্পা
মারা গেলেন দেওবন্দের বিশিষ্ট আলেম কামরুদ্দিন গোরখপুরী