ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

দুবাইয়ে ভবনে আগুন লেগে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৬ এপ্রিল ২০২৩ , ০৯:০৭ এএম


loading/img
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৯ জন।

বিজ্ঞাপন

রোববার (১৬ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার দুপুরে দেশটির আল রাস এলাকার একটি আবাসিক ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ভবন থেকে আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়া দেখেছেন। আটকা পড়াদের সাহায্য করতে কয়েকজন ভবনের দিকে ছুটে গিয়েছিলেন। কিন্তু ধোঁয়ার কারণে তারা কিছুই করতে পারেনি। 

এদিকে প্রাথমিক তদন্তে ওই ভবনের নিরাপত্তার ঘাটতি পেয়েছেন সংশ্লিষ্ট কর্তকর্তা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |