ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘বিপর্যয়’, যেদিন আঘাত হানতে পারে

আরটিভি নিউজ

রোববার, ১১ জুন ২০২৩ , ১২:১৩ পিএম


loading/img
ফাইল ছবি

অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরণিত হয়েছে ‘বিপর্যয়’। আরব সাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি আগামী ৬ ঘণ্টার মধ্যে অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বিজ্ঞাপন

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) বরাত দিয়ে রোববার (১১ জুন) এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ঘূর্ণিঝড়টি আগামী ৬ ঘণ্টার মধ্যে অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলের দিকে পাকিস্তান এবং তৎসংলগ্ন ভারতের সৌরাষ্ট্র ও কুচ উপকূল অতিক্রম শুরুর সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

আইএমডি বলছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী পাঁচদিন ভারতের গুজরাটে বজ্রঝোড় হতে পারে। বিশেষ করে ভারতের সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলে বাতাসের গতি বেশি থাকবে। এ অবস্থায় মৎস্যজীবীদের গুজরাট, কেরালা, কর্ণাটক এবং লক্ষদ্বীপের উপকূলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়টি নিয়ে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এখনও কোনো পূর্বাভাস দেয়নি। তবে, চলতি ( জুন) মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই হিসেবে ঘূর্ণিঝড়টির প্রভাব বাংলাদেশে না পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |