• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

হজের সময় মহাকাশ থেকে মক্কা দেখতে যেমন ছিল

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ জুলাই ২০২৩, ১০:৫০
মহাকাশ থেকে মক্কা
ছবি : সংগৃহীত

চলতি বছর পবিত্র হজের সময় মহাকাশ থেকে মক্কার চিত্র কেমন ছিল তার ছবি প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের মহাকাশচারী সুলতান আল নিয়াদি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মক্কার ছবি পাঠিয়েছেন।

পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে মহাকাশ স্টেশনের দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। এত দূর থেকে ছবিতে সবকিছু স্পষ্ট দেখা যাওয়ার কথা না। কিন্তু আল নিয়াদির ছবিতে, মসজিদুল হারামের কাঠামো বেশ স্পষ্টই দেখা যাচ্ছে। এর আশপাশের সড়কগুলো রেখার মতো বিস্তৃত দেখাচ্ছে।

মঙ্গলবার (২৭ জুন) পবিত্র হজের দিন মহাকাশচারী সুলতান আল নিয়াদি টুইটারে এ ছবি প্রকাশ করেছেন। ছবিটি দেড় লাখের বেশিবার দেখা হয়েছে।

ক্যাপশন তিনি লিখেছেন, আজ পবিত্র হজের গুরুত্বপূর্ণ দিন। দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় বিশ্বাস শুধুই বিশ্বাস নয়। কাজকর্মের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠা পায়। এটা আমাদের সবাইকে সহানুভূতিশীল, নম্র এবং ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করে। এটা মক্কার পবিত্র স্থানগুলোর ছবি। ছবিটা আমি গতকাল তুলেছি।

সুলতান আল-নিয়াদির বয়স ৪১ বছর। চলতি বছর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান তিনি।

এ বছর প্রায় ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজে অংশ নিয়েছেন। হজযাত্রীরা ৪০ থেকে ৫০ দিন সৌদি আরবে অবস্থান করেন। এর মধ্যে পাঁচ দিন হজের আনুষ্ঠানিকতা। মদিনায় মসজিদে নববিতে আট দিন ৪০ ওয়াক্ত নামাজ আদায় করেন।

সূত্র : দ্য সিয়াসাত ডেইলি নিউজ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম নাটকে কত পারিশ্রমিক পেয়েছিলেন মেহজাবীন
জয়ার নতুন ছবি মুক্তি পাচ্ছে আজ, দেখা যাবে যেসব হলে
চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভিসা নীতিকে সহজ করল পাকিস্তান
মেহজাবীনের ‘প্রিয় মালতী’ দেখে যা বললেন তারকারা