ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ওশানগেটের সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ জুলাই ২০২৩ , ১২:০১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে মার্কিন প্রতিষ্ঠান ওশানগেট। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সাবমেরিন টাইটানের মর্মান্তিক দুর্ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুলাই) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি জানায়, ওশানগেটের সব ধরনের গবেষণা এবং বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, আটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটে পাঁচজনের। ওশানগেটের টাইটান নামে সাবমেরিনে তারা আটলান্টিকের তলদেশে যাত্রা শুরু করেছিলেন।

পরে সাগরের তলদেশে টাইটানে বিস্ফোরণ ঘটে। এতে নিখোঁজ হয় টাইটান। ব্যাপক খোঁজাখুঁজির পর ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

এ ঘটনার ১০ দিন পার হওয়ার আগেই পরবর্তী অভিযানের বিজ্ঞাপন দিয়েছিল পরিচালনা সংস্থা ওশানগেট। এরপর এখন আবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |