ঢাকা

লাস ভেগাসে নিহতের সংখ্যা আরো বাড়লো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০২ অক্টোবর ২০১৭ , ০৫:৪৮ পিএম


loading/img

আমেরিকার লাস ভেগাসে তিন দিনের ‘রুট নাইন্টিওয়ান কান্ট্রি মিউজিক’ উৎসবে গোলাগুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে  ২০ জন থেকে বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ২০০ জন। ঘটনাস্থলেই এক বন্দুকধারী নিহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির পুলিশ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

স্থানীয় সময় রোববার মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বেশিরভাগের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে সিটি ইউনিভার্সিটির মেডিকেল সেন্টার।

বিজ্ঞাপন

লাস ভেগাস পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানের মধ্যে একজন সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে। এছাড়া আক্রান্ত এলাকায় এই মুহূর্তে কাউকে না যেতে অনুরোধ জানিয়ানো হয়েছে।

এদিকে শহরের ম্যাককারেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানানো হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে সাময়িকভাবে সকল কার্যক্রম বন্ধ রেখেছে তারা।

এক বিবৃতিতে লাস ভেগাসের নগর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটির জন্য একটি ‘অত্যন্ত বিষাদময় রাত’। লাস ভেগাসের দক্ষিণাঞ্চল থেকে নাগরিকদের দূরে থাকার পরামর্শও দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে এই ঘটনায় প্রথমে দুইজনের মৃত্যুর খবর দিয়েছিলো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। পরে ২০ জনের নিহতের খবর দিলেও এখন সেটি বেড়ে হয়েছে ৫০ জনে।  ঘটনাস্থলে উপস্থিত ছিল ৪০ হাজার দর্শক।

এপি/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |