ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

আফগানিস্তানে মিলিটারি একাডেমিতে তালেবান হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

রোববার, ২২ অক্টোবর ২০১৭ , ১০:১৩ এএম


loading/img

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলে একটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন মিলিটারি ক্যাডেট নিহত হয়েছে। এর ফলে সপ্তাহজুড়ে বিভিন্ন জঙ্গী গোষ্ঠীর হামলায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০০ জনে। খবর বিবিসির।

বিজ্ঞাপন

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি বলেন, এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে। তিনি বলেন, মার্শাল ফাহিম মিলিটারি একাডেমি থেকে মিনিবাসে করে যাওয়ার সময় এই আত্মাঘাতী বোমা হামলা চালানো হয়।

তিনি আরো বলেন, হামলাকারী পায়ে হেঁটে এসেছিল। এদিকে তালেবানরা এই হামলার দায় স্বীকার করেছে। গত ২৪ ঘন্টার মধ্যে শহরটিতে এটি দ্বিতীয় আত্মঘাতী বোমা হামলা।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার শহরের একটি শিয়া মসজিদে বন্দুক ও আত্মঘাতী বোমা হামলায় ৫৬ জন নিহত হয়। ইসলামিক স্টেট ওই হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দেয়। কিন্তু এর পক্ষে তারা কোন প্রমাণ উপস্থাপন করেনি। তবে গ্রুপটি এর আগেও শিয়াদের ওপর হামলা চালিয়েছে।

পার্শ্ববর্তী ঘর প্রদেশেও শুক্রবার সুন্নি মসজিদে অপর এক হামলায় ২০ জন নিহত হয়েছে। তবে কে ওই হামলা চালিয়েছে সেটা স্পষ্ট নয়।

আফগানিস্তান ছেড়ে মার্কিন বাহিনী ও নেটো চলে যাওয়ার পর থেকেই দেশটিতে আত্মঘাতী বোমা হামলার পরিমাণ বেড়ে গেছে।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |