ভারী বায়ু দূষণের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে বেইজিং। সোমবার দুপুরে এই অ্যালার্ট জারি করা হয়। ‘অরেঞ্জ অ্যালার্ট’ বেইজিংয়ের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা সংকেত। পরপর দুদিন গুরুতর কিংবা পরপর তিন দিন মাঝারি বায়ু দূষণের দেখা মিললে এই সতর্কতা জারি করা হয়।
এই সতর্কতা জারির কারণে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অতিরিক্ত বায়ু দূষণকারী যানবাহনের ওপর বাধ্যতামূলক ট্র্যাফিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বেইজিং মিউনিসিপাল ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট ব্যুরো শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট, হৃদরোগ ও অন্যান্য দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিদের বাড়ির ভেতরে থাকতে পরামর্শ দিয়েছে। এই সময়ে অন্যদের ঘরের বাইরে যথাসম্ভব কম কাজের পরামর্শ দেওয়া হয়েছে।
বেইজিংয়ের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বায়ু দূষণের বর্তমান অবস্থা শুক্রবার নাগাদ ঠিক হতে পারে বলে আশা করা হচ্ছে।