ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

মাদক মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

আরটিভি নিউজ

শনিবার, ৩০ মার্চ ২০২৪ , ১১:২৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক মামলার আসামি ইউনিয়ন পরিষদের সদস্য সোহেলকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার উপজেলা ব্রাক্ষন্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও মাদক বিক্রেতা মকবুল হোসেনের ছেলে। তিনি সন্ত্রাসী ও মাদকসহ ৮ থেকে ১০টি মামলার আসামি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে ক্ষমতার দাপট দেখিয়ে সোহেল ইউপি সদস্য নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর থেকে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। সর্বশেষ উপজেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা চেষ্টা করে সোহেল বাহিনী।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, সোহেল তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা। দীর্ঘ দিন ধরে মাদক বিক্রির সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন তিনি। তার পুরো পরিবার মাদকের সঙ্গে জড়িত। সোহেলের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগও রয়েছে। এ ছাড়া তার নামে সন্ত্রাসী ও মাদকসহ ৮ থেকে ১০টি মামলা রয়েছে।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |