• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ইরাকে একসঙ্গে আট আইএস সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

আরটিভি নিউজ

  ০১ জুন ২০২৪, ০০:১০
ইরাকে একসঙ্গে আট আইএস সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর
ফাইল ছবি

ইরাকে একসঙ্গে আট আইএস সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা ও একটি নিরাপত্তা সূত্র আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো দেশটিতে একসঙ্গে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হলো।

সাম্প্রতিক বছরগুলোতে ইরাকে ‘সন্ত্রাসবাদের’ দায়ে শতাধিক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন সেখানকার আদালত।

নাসিরিয়াহ শহরের আল-হাট কারাগারের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সন্ত্রাসবাদের দায়ে আটজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারা ইসলামিক স্টেট (আইএস) এর সদস্য। বৃহস্পতিবার (৩০ মে) বিচার মন্ত্রণলায়ের একটি দলের তত্ত্বাবধানে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

চিকিৎসা সংক্রান্ত একটি সূত্র বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এমন আটজনের মরদেহ পেয়েছে। নাসিরিয়াহতে আল-হাট একটি কুখ্যাত কারাগার। ইরাকিরা বিশ্বাস করেন, যারা এই কারাগারে যান, তারা কখনো জীবিত বের হন না।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে দেশে ইসলাম প্রচার করলে হতে পারে মৃত্যুদণ্ড
স্পিরিটস অব জুলাই কনসার্টে ভেন্যু চার্জ নেবে না সেনাবাহিনী
সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় অ্যাম্বাসি ফুটবল ফেস্ট