ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

বাঁচার করুণ আকুতি, হাজারো মানুষের সামনে ভেসে গেলেন ৭ জন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪ , ০৪:২২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে একটি জলপ্রপাতে একই পরিবারের পাঁচ সদস্য ভেসে গেছেন। এ সময় পরিবারটি সাহায্যের জন্য চিৎকার ও আকুতি জানালেও পানির তীব্র স্রোতের কারণে কেউ তাদের কাছে যেতে পারেননি। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৩০ জুন) দুপুরে মুম্বাই থেকে ৮০ কিলোমিটার দূরে পুনের লোনাভালার ওই জলপ্রপাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুনের লোনাভালার ওই জলপ্রপাতে পরিবারের সবাই মিলে একসঙ্গে ছুটি কাটাতে যায় তারা। দুপুরে পানি কম থাকায় নিচে নামে তারা। হঠাৎ করেই পানির তীব্রতা বেড়ে যাওয়ায় দাঁড়িয়ে থাকতে না পেরে পড়ে যান সবাই। কোনোমতে দুজন কিনারায় পৌঁছাতে পারলেও বাকিরা ভেসে যায়। ভেসে যাওয়াদের মধ্যে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে সোমবার আবারও অভিযান চালানো হলেও তাদের খোঁজ মেলেনি।
   
এদিকে, ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে।

বিজ্ঞাপন


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |