• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

আসামে বন্যায় ৫২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২৪, ০৯:৪৩
আসামে বন্যায় ৫২ জনের মৃত্যু
সংগৃহীত ছবি

ভারতের আসামে বন্যায় এখন পর্যন্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ২৪ লাখ মানুষ।

শনিবার (৬ জুলাই) আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, আসামের ৩৫টি জেলার মধ্যে ৩০টিতেই বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এরমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ধুবড়ি, ডারাং, কছাড়, বরপেটা ও মরিগাঁও জেলা।

এ ছাড়া বন্যায় আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের অন্তত ৭০ শতাংশ জমি প্লাবিত হয়েছে। আতঙ্কে উদ্যান ছেড়ে পালাচ্ছে পশুরা। এখন পর্যন্ত ৭৭টি পশুর মৃত্যু হয়েছে। ১৫ হাজারের বেশি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ব্রহ্মপুত্রসহ একাধিক বড় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে। রাজ্যের শহরাঞ্চলগুলোও ৯ দিন ধরে পানির নিচে। বৃষ্টি না থামলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, ক্ষতির মোকাবিলা করতে আমরা আপ্রাণ চেষ্টা করছি। বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে পরিস্থিতির তত্ত্বাবধানের জন্য মন্ত্রীদের নিয়োগ করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল কেনা হচ্ছে 
ভারত থেকে পালিয়ে আসা প্রেমিক-প্রেমিকা ও সহযোগী আটক
সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট