পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পাকিস্তানের একটি আদালত।
রোববার (১৪ জুলাই) তোশাখানা-সংক্রান্ত একটি নতুন মামলায় তাদের এ রিমান্ড মঞ্জুর করা হয়।
ইদ্দত মামলায় ইমরান খান ও তার স্ত্রী খালাস পাওয়ার একদিন পর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। তবে কারাগারের ফটকেই তোশাখানা-সংক্রান্ত নতুন এক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে তোশাখানার উপহার বিক্রিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
ইমরান খানের আইনজীবী জহির আব্বাস চৌধুরী গণমাধ্যমে বলেন, ইমরান ও বুশরা বিবির ১৪ দিনের রিমান্ড আবেদন করেছিল ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। তবে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন অ্যাকাউন্টেবিলিটি আদালত। আগামী ২২ জুলাই তাদের আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে পাকিস্তানের সর্বোচ্চ আদালত ঘোষণা করেন, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য। এরপর ইদ্দত মামলায় খালাস পান ইমরান খানও। এরপর ইমরান খানের মুক্তির বিষয়ে আশাবাদী ছিলেন দলটির নেতাকর্মীরা। তবে ভিন্ন মামলায় ফের গ্রেপ্তার হলেন সাবেক এ প্রধানমন্ত্রী।