• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

ওমানে মসজিদের সামনে চারজনকে গুলি করে হত্যা

আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২৪, ১০:১৫
ওমানে মসজিদের সামনে চারজনকে গুলি করে হত্যা
ফাইল ছবি

ওমানের রাজধানী মাস্কাটে একটি মসজিদের সামনে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন চারজন। এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার (১৬ জুলাই) মাস্কাটের ওয়াদি আল-কাবির এলাকায় একটি মসজিদের সামনে এ হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ঘটনাটি নিশ্চিত করেছে রুশ বার্তাসংস্থা তাস।

নিজেদের বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানায়, আল-ওয়াদি আল-কবির এলাকায় একটি মসজিদের পাশে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এ হামলায় প্রাথমিক তথ্য অনুযায়ী চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ঘটনার আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠন করে প্রজ্ঞাপন
চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ড: ৭ জনের মরদেহ হস্তান্তর
ভাবিকে খুন করে তাবলিগে আত্মগোপন, এরপর যা ঘটল
কয়েদি হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা