• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

কুয়েতে স্বর্ণের দাম হঠাৎ নিম্নমুখী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২৪, ১৮:৩৮

কুয়েতে চলতি সপ্তাহে হঠাৎ স্বর্ণের দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে ভরিতে দুই দিনার কমেছে (বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার টাকার ওপর। বাজার পর্যবেক্ষণে এই তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের মূল্য যেখানে ২৯৫ দিনার ২৮৯ ফিলস ছিল (যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ আঠারো হাজার একশত পনের টাকা) বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৭৩ দিনার ৪৯৬ ফিলস-এ (বাংলাদেশি মুদ্রায় এক লাখ আট হাজার ৩৫৮ টাকায়)।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে এই প্রতিবেদন লেখার সময়, ২৪ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের মূল্য বর্তমানে ২৫ দিনার ৩০০ ফিলস-এ বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে ছিল ২৭ দিনার ৫৯০ ফিলস।

এ ছাড়া ২২ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের মূল্য বর্তমানে ২৩ দিনার ২৩৩ ফিলস-এ বিক্রি হচ্ছে যা বাংলাদেশি মুদ্রায় নয় হাজার দুইশত ৯৩ টাকা। অথচ গত সপ্তাহে ২২ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের দাম ছিল ২৫ দিনার ৩২৫ ফিলস, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দশ হাজার টাকারও বেশি।

২১ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের মূল্য এখন ২২ দিনার ১৬৫ ফিলস। যা বাংলাদেশি মুদ্রায় আট ১০ হাজার ৮৬৬ টাকা। কুয়েতে মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতে বর্তমানে এক কুয়েতি দিনারের বিপরীতে ৪০০ টাকার কিছুটা ওপর নিচে ওঠানামা করছে। বিগত কয়েক মাস থেকেই এই ধারা অব্যাহত আছে।

কুয়েতে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। চলতি বছরের মার্চ থেকে হঠাৎ করে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে কুয়েতেও স্বর্ণের দাম বেড়েই চলছিল। এক শ’ ফিলস কমলে তিন শ’ ফিলস বাড়ার প্রবণতা দেখা যায়। দাম কমার কোনো লক্ষণই ছিল না।
আরটিভি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কত
আজকের স্বর্ণের দাম (১৩ নভেম্বর)
আবারও কমেছে স্বর্ণের দাম, ভরিতে কত
কমেছে স্বর্ণের দাম, দুই মাসের মধ্যে সর্বনিম্ন