ইন্ডাস্ট্রিয়াল রোবট ব্যবহারে জার্মানিকে পেছনে ফেলল চীন, শীর্ষে দ. কোরিয়া

আরটিভি নিউজ

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ০৯:২৪ পিএম


ইন্ডাস্ট্রিয়াল রোবট ব্যবহারে জার্মানিকে পেছনে ফেলল চীন, শীর্ষে দ. কোরিয়া
ফাইল ছবি

শিল্প কারখানার উৎপাদন ব্যবস্থায় রোবট ব্যবহারের ক্ষেত্রে জার্মানিকে পেছনে ফেলে দিয়েছে চীন। বর্তমানে প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে ৪৭০টি রোবট ব্যবহৃত হচ্ছে দেশটির শিল্প কারখানাগুলোতে।

বিজ্ঞাপন

সম্প্রতি আন্তর্জাতিক রোবটিক্স ফেডারেশনের (আইএফআর) বার্ষিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বুধবার (২০ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, রোবট ব্যবহারের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে ১ হাজার ১২টি রোবট ব্যবহৃত হচ্ছে। যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং চীন। এর মধ্যে চীনের শিল্প কারখানাগুলোতে রোবটের ব্যবহার ২০১৯ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে ৪২৯টি রোবট ব্যবহার করে চতুর্থ স্থানে রয়েছে জার্মানি। দেশটিতে রোবটের ব্যবহার বৃদ্ধির হার প্রতি বছর ৫ শতাংশ।

আইএফআর-এর সভাপতি তাকায়ুকি ইতো বলেন, চীন স্বয়ংক্রিয় প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেছে এবং রোবট ব্যবহারে তৃতীয় স্থানে পৌঁছেছে।

অর্থনীতিতে চীনের এই অগ্রগতি জার্মানির জন্য একটি বড় ধাক্কা হতে পারে, কারণ অতীতে জার্মানি তার শিল্পভিত্তিক প্রবৃদ্ধি এবং রপ্তানির ওপর নির্ভরশীল ছিল।

বিজ্ঞাপন

তবে বর্তমানে চীনসহ অন্যান্য দেশের প্রতিযোগিতার মুখোমুখি হওয়া জার্মানি আগামী বছর অর্থনৈতিক সংকোচনের সম্মুখীন হতে যাচ্ছে, যা গ্রুপ অব সেভেন (জি৭) দেশগুলোর মধ্যে সবচেয়ে বাজে অবস্থান হতে পারে।

আরটিভি/এসএইচএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission