ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ০৯:৩৬ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। 

বিজ্ঞাপন

স্থানীয় সময় রোববার (২৪ নভেম্বর) আলাগোয়াস রাজ্যের ইউনিয়াও দোস পালমারেস শহরের কাছে দুর্গম একটি পার্বত্য সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির

এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে, দুর্গম পার্বত্য সড়ক থেকে ওই বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২২ জন নিহত হন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান অন্তঃসত্ত্বা এক নারী।

বিজ্ঞাপন

ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, দুর্ঘটনার শিকার ওই বাসে ৪০ জন যাত্রী ছিলেন। ২৩ জন নিহতের পাশাপাশি আরও অনেকে আহত হয়েছেন।

এদিকে এ হতাহতের ঘটনার পর আলাগোয়াস রাজ্যের গভর্নর পাউলো দান্তাস তিন দিনের শোক ঘোষণা করেছেন। গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভাও।  

তিনি জানান, হতাহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা এবং সেবা দেবে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |