চিন্ময় দাসের ঘটনায় নিজেদের পুলিশকে মারল ভারতীয়রা
বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে, কলকাতায় বাংলাদেশের উপ-হাইকিমশন ঘেরাওয়ের চেষ্টাকালে দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই মিছিলে বিক্ষোভকারীরা বাংলাদেশ কনস্যুলেটের কাছে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে ভিড়কে অগ্রসর হতে বাধা দেয়, ফলে সংঘর্ষ হয়। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এবং আহত অফিসারকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চ চট্টগ্রামে সমাবেশ করে করে। সমাবেশে মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। এরপর গত ৩০ অক্টোবর চিন্ময়সহ ১৯ জনের চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন ফিরোজ খান নামের এক ব্যক্তি।
আরটিভি/এসএপি/এস
মন্তব্য করুন