• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

কঙ্গোয় ‘অজ্ঞাত রোগে’ ৭৯ তরুণের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:০১
কঙ্গোয় ‘অজ্ঞাত রোগে’ ৭৯ তরুণের মৃত্যু
ছবি : সংগৃহীত

জ্বর, সর্দি-কাশি, কফ, শ্বাসকষ্ট ও মাথাব্যথার মতো উপসর্গ নিয়ে কঙ্গোয় অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তবে ‘অজ্ঞাত রোগে’ মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে। তারা কোনো ভাইরাসে সংক্রমিত কিংবা রোগে আক্রান্ত ছিলেন কিনা, তা বলতে পারছে না কঙ্গোর সরকার।

কয়েক বছর ধরেই ইবোলা সংক্রমণের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কঙ্গোতে জ্বর, সর্দি, কাশি, কফ, শ্বাসকষ্ট, মাথাব্যথার মতো উপসর্গে আক্রান্ত আরও ৩০০ জনের বেশি মানুষ চিকিৎসকের কাছে এসেছেন।

রয়টার্সকে দেশটির নাগরিক সমাজের নেতা সেপোরিয়েন মানজানজা বলেন, পরিস্থিতি উদ্বেগ ছড়িয়েছে। এমন নানা উপসর্গে আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আক্রান্ত প্রত্যন্ত এলাকায় ঠিকমতো ওষুধ পৌছানো যাচ্ছে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে কঙ্গোর সরকার।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আক্রান্ত এলাকাগুলো থেকে নমুনা সংগ্রহের জন্য চিকিৎসা দল পাঠিয়েছে।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একদিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
প্রবীর মিত্রের মৃত্যুতে বাচসাসের শ্রদ্ধা নিবেদন
শ্রীদেবীর মৃত্যুর ঘিরে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
অর্থনীতিবিদ আনিসুর রহমানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক