বিমান বিধ্বস্ত হয়ে আসাদের মৃত্যুর গুঞ্জন!

আন্তর্জাতিক ডেস্ক

রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ০৬:২৬ পিএম


বিমান বিধ্বস্ত হয়ে আসাদের মৃত্যুর গুঞ্জন! 
বাশার আল-আসাদ। ছবি সংগৃহীত

সিরিয়ায় ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) বিদ্রোহীরা রাজধানীর প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার মধ্যেই ব্যক্তিগত বিমানে করে দামেস্ক ছাড়েন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তবে পালিয়ে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং তিনি নিহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

সিরিয়ান সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বাশার আল-আসাদের বিমান দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর হঠাৎ দিক পরিবর্তন করে। পরে বিমানটিকে আর রাডারে খুঁজে পাওয়া যায়নি। বাশার আল-আসাদের বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ওই প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়। 

বিজ্ঞাপন

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে একটি বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। এটি আসাদকে বহনকারী বিমান বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওটির বিষয়ে নিশ্চিত হতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

সিরিয়ার দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদম্যাধ্যমটি জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিমান দুর্ঘটনার মারা যাওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। কারণ দামেস্ক থেকে তাকে বহনকারী বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর উপকূলীয় এলাকায় গিয়ে অনেকটা আকস্মিকভাবে দিক পরিবর্তন করে। বিমানের এই দিক পরিবর্তন নিয়ে রহস্য তৈরি হয়েছে। তিনি বিমান দুর্ঘটনায় নিহত হতেও পারেন। 

বিশ্বজুড়ে বিমানের চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার থেকে জানা গেছে, সিরিয়ার দামেস্ক ছেড়ে যাওয়া শেষ বিমানটি ছিল একটি ইলিউশিন-৭৬ প্লেন, যার ফ্লাইট নম্বর ছিল সিরিয়ান এয়ার ৯২১৮। ধারণা করা হচ্ছে, এই বিমানটি আসাদকে বহন করছিল।

এটি বিদ্রোহীরা বিমানবন্দর নিয়ন্ত্রণে নেওয়ার ঠিক আগে উড্ডয়ন করে। বিমানটিটি প্রথমে পূর্বদিকে উড়ে যায় এবং পরে উত্তর দিকে মোড় নেয়, কিন্তু হোমসের ওপর দিয়ে চক্কর কাটার সময় এর সিগন্যাল হঠাৎ হারিয়ে যায়। এটি খুবই রহস্যজনক ব্যাপার হয়ে উঠেছে যে, হঠাৎ কেন বিমানটি আশ্চর্যজনক ইউটার্ন নিল এবং মানচিত্রের বাইরে অদৃশ্য হয়ে গেল! 

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.