বিএনপির লংমার্চ ঘিরে আখাউড়া সীমান্তে নিরাপত্তা জোরদার ভারতের
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ‘ঢাকা টু আখাউড়া লংমার্চ’ শুরু করেছে বিএনপির তিন সংগঠন। দলটির এই কর্মসূচিকে হালকাভাবে না নিয়ে নিরাপত্তা জোরদার ভারত ও ত্রিপুরা রাজ্য সরকার।
বুধবার (১১ ডিসেম্বর) আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট ও ত্রিপুরা রাজ্যের গোটা সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে ভারত।
জানা গেছে, এদিন সকাল থেকেই রাজধানী আগরতলার পার্শ্ববর্তী আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে ভারতীয় নিরাপত্তা বাহিনীর তৎপরতা ছিল লক্ষ্যনীয়। পশ্চিম জেলার পুলিশ সুপারকে চেকপোস্টের বাইরে দাঁড়িয়ে নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করতে দেখা গেছে। আখাউড়া সীমান্তে বিএসএফের পাশাপাশি টিএসআর বাহিনী এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণে মজুদ করা হয়েছে রায়ট কন্ট্রোল ভ্যান, জলকামান ও টিআর গ্যাস শেল।
এ বিষয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার ড. কিরণ কুমার বলেন, উত্তেজনাকর পরিস্থিতির কথা চিন্তা করে গত এক সপ্তাহ ধরে আখাউড়াসহ রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফের সংখ্যা বাড়ানো হয়েছে এবং পুলিশ বাহিনীও টহল দিচ্ছে। গোয়েন্দা বাহিনীকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। যেকোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা সংশ্লিষ্ট সব বাহিনী প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, আখাউড়া সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হলেও যাত্রী পারাপার অব্যাহত রয়েছে।
আরটিভি/এসএপি/এআর
মন্তব্য করুন