• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

তিউনিসিয়ায় নৌকা ডুবে ২৭ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ২১:২৭
তিউনিসিয়ায় নৌকা ডুবে ২৭ অভিবাসীর মৃত্যু
ছবি : সংগৃহীত

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের বরাত দিয়ে বৃহস্পতিবার (২ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, স্ফ্যাক্স শহরের উপকূলীয় এলাকায় নৌকাটি ডুবে যায়। এতে ২৭ জনের মরদেহ উদ্ধার এবং ৮৭ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। লাশ ও জীবিত ব্যক্তিদের তিউনিশিয়ার মধ্যাঞ্চলের কারকেন্নাহ দ্বীপপুঞ্জের উপকূলে পাওয়া গেছে। সম্ভাব্য নিখোঁজ যাত্রীদের উদ্ধারে এখনও তল্লাশি অভিযান চলছে।

জীবিত ও মৃত যাত্রীরা সবাই সাব-সাহারান আফ্রিকার নাগরিক এবং তারা ইউরোপে পৌছনোর উদ্দেশে যাত্রা করেছিল। ইউরোপে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের জন্য তিউনিশিয়া একটি গুরুত্বপূর্ণ যাত্রাপথ।

উল্লেখ্য, গত মাসেও তিউনিসিয়ার কোস্টগার্ড পৃথক দুই ঘটনায় ৩০ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছিল। সেই নৌকাগুলোও ইউরোপ অভিমুখে যাত্রা করার সময় ডুবে গিয়েছিল।

আরটিভি/আরএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু
নির্বাচনের ৩ বছর পরও নৌকায় সিল মারা ব্যালট উদ্ধার
ইটনায় ধানবোঝাই নৌকাডুবি, মাঝি নিহত
মেঘনায় নৌকাডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার