• ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১
logo

হোয়াইট হাউস ছাড়ছি, লড়াই নয়: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৫, ০৩:১৫
হোয়াইট হাউস ছাড়ছি, লড়াই নয়: বাইডেন
ফাইল ছবি

হোয়াইট হাউস ছাড়লেও লড়াই জারি রাখার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নিলেন জো বাইডেন।

সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক বক্তৃতার পর বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, অফিস ছেড়ে যাচ্ছি, লড়াই নয়; আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে।

হোয়াইট হাউস ছাড়ার সময় নিজের সমর্থকদের উদ্দেশে বাইডেন বলেন, ট্রাম্পের অভিষেক বক্তৃতাটি শুনেছি। কোনো প্রেসিডেন্ট ইতিহাসে প্রবেশের মুহূর্ত বেছে নিতে পারে না। কিন্তু তারা যে দলের সঙ্গে এটি করতে চান, তা বেছে নিতে পারেন। এবং আমরা বিশ্বের সেরা দলটি বেছে নিয়েছি।

এ সময় তিনি নিজেই নিজেকে আশীর্বাদ করে উপস্থিত সহযোগীদের হাসানোর চেষ্টা করেন। স্ত্রী জিল বাইডেনের সঙ্গে দাঁড়িয়ে দল ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ৮২ বছর বয়সী এ নেতা বলেন, আপনাদের প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত। আমার কথা মনে রাখবেন। ভবিষ্যৎ বিচার করবে, আপনারা যা করেছেন তা সব আমেরিকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর মধ্যে একটি।

এরপর বাইডেন এবং জিল বাইডেন একসঙ্গে টার্ম্যাক পার হয়ে বিশেষ প্লেনে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।

আরটিভি/এসএইচএম


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বিমর্ষ বসেছিলেন বাইডেন-কমলা
বিদায়বেলায় কয়েকজনকে ক্ষমা করে গেলেন বাইডেন
প্রথম দিনই বাইডেনের একগুচ্ছ নীতি বাতিলের ঘোষণা ট্রাম্পের
লড়াই আমাদের শেষ হয়নি: জামায়াত আমির